বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট কমলগঞ্জের ৫ গ্রামের মানুষ

কুলাউড়া প্রতিনিধি কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রামের মানূষ বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়ে ও বাঁচাতে পারছে না পাকা ধান, আনারস লেবু, কলা, পেঁপে সহ ফসলাদি।  জানা যায়, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের লংগুরপার, বালিগাঁও, মোকাম টিলা, বটেরতল, মাহিম টিলা এলাকায় রাত হলেই পাহাড়ী বন্য শুকুর হানাদের ফসলের জমিতে। বন্য শুকুর সমুহের জটিকা হানায় পাকা ধান মাড়িয়ে বিনষ্ট করছে। পাশাপাশি আনারস, লেবু, কলা ও পেঁপে ফসলের গাছ দুমড়ে-মুছড়ে বিনষ্ট করছে।  কৃষক সিকন্দর আলী, হারিছ মিয়া, আবু মিয়া, বাবুল মিয়া ও মেহের আলী জানান, প্রতিটি রাতই আমাদের জন্য … Continue reading বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট কমলগঞ্জের ৫ গ্রামের মানুষ